জীবনটাই ঝুঁকি নিয়ে চলার ময়দান!
পাপ,পূণ্যের রেলগাড়ি
ছুটছে দুরন্তগতিতে,
কোনো এক প্লাটফর্ম তো বাছতেই হবে,
ওখানে পরতে পরতে জমা ধূলো
আর লোহালক্করের
শব্দ ব্যঞ্জনা তো থাকবেই...
কিন্তু তার থেকেও বিড়ম্বনা হলো,
সব জেনেশুনেও দেখতে পাচ্ছি
বিষের প্রেমেই মশগুল সব!
চেষ্টায় আছি সামাজিক দৃষ্টিকোণ হতে
যদি জীবনগুলোকে ভালবেসে;
একবারও প্রমাণ করতে পারি
আমরা মানুষই ছিলাম!