জল এক নিরবিচ্ছিন্ন সমস্যা বলেই
রাস্তা খুঁড়ে কাজ অবিরাম
পাঁচহাত কাপড়ে অঙ্গ ঢাকার মতোই
যখন তখন গাইতি আর শাবলে
নতুন কোনো রাখালদাসের খনন ইতিহাস...

ঘরগুলো যেন রেলের কামরা হয়ে যাচ্ছে
অনন্ত সুখ খুঁজে নিতে গিয়ে
যখন তখন ক্লান্তি একঘর, গতি ছাড়াই
যদিও কার্পেট এরিয়া জুড়ে চলে নিয়মিত ঝাট
সামাজিক কানাঘুষোয় বন্দী জীবনপাট...

এখনো তাই মনগড়া স্বপ্নেই দিন গুজরান
কখনো সখনো কালিকলম ইতঃস্তত
হয়তো সকালের শৈলশিরাময় নিপুণ হাত
গড়ে তোলে কোনো রাজগীর বা নালন্দা
রেখে দিই তাকেই যত্নভরে মনের গভীরে...