নিজের মতন সাজাই জীবন
গুছিয়ে পথচলা,
সাথীরা এসে বেলাশেষে
মেলায় না তার গলা।
নদীর বাঁকে চলতে থাকে
রঙবেরঙের খেলা,
দর্শন পথে দর্পণেতে
ফাঁক রয়েছে মেলা।
জানাশোনা আবর্জনা
নদীর জলে ফেলে,
এগিয়ে যাই ভাবনা ছাড়াই
পিছুটান নেই বলে।