আজকের এই তপ্তমিছিল দুপুরে
নেতার ব্যস্ততা শীতাতপে অলস জীবনযাপনে,
না চাইতেই অনেক পাওয়া, জ্বরের মতো!
অভুক্তের জমা ঘামের গপ্পোগুলো বলো আর
রাজার কানে যাবেই বা কি করে?
একটিবার
সময় থাকতে হাতিয়ার তো ধরো!
ঘুমন্ত জীবগুলোকে পথে নামিয়ে আনো
সব গোপনকথা দুঃশাসন চাপা দিয়ে রেখেছে,
মনে করে দেখো একবার
কুম্ভকর্ণকেও জাগানো হয়েছিল
এভাবেই কাঁচা ঘুম ভাঙিয়ে।
আর ফলাফল-
ঐতিহাসিক মহাকাব্যেই বলা!