বর্বরতার ঢল নেমেছে
যেন লাগাম খোলা,
নীতির নামে বুজরুকিতে
আগুন নিয়ে খেলা।

পৈশাচিক উন্মাদনায়
মদৎ পাচ্ছি খুঁজে,
সরকারের কী দরকার
থাকলে চক্ষু বুজে?

আর কতকাল চলবে এমন
শাসন করার ছল?
জবাবদিহি করতে হবেই
একতাই সম্বল।

কুরুক্ষেত্রে কৌরব রাজও
দুঃশাসনের প্রতীক,
কৃষ্ণ সহায় পাণ্ডব কূল
ছিলো তাও নির্ভীক।

মহাভারত ভারত কথা
নিছক মিছে তো নয়,
অহংকারী দুর্যোধনও
হাঁটু ভেঙ্গে লয় হয়।