পড়ন্ত বেলার শেষে - মধুকবি বলে,
'কাল কেটে গেছে শুধু কুজ্ঝটিকা ছলে।'
অমিত্রাক্ষরে ছন্দিত মেঘনাদ বধে
ভরপুর ছিলো মন অমৃত আস্বাদে।
আকণ্ঠ নীরবে পিয়ে বঙ্গভূমি সুধা,
মিটেছিলো পুত্রবৎ দুর্নিবার ক্ষুধা।
আজো তাঁর রচনায় মনে দাগ লাগে,
এসব কথা নয়তো, বহুকাল আগে!
তবে কেন দেখি আজ কলুষিত মন?
বাঙালীর বাংলা যেন বিস্মৃত চারণ!
লজ্জা পায় সুস্থ ভাবে মাতৃভাষা পানে,
যদিও তা দুগ্ধসম জানে সর্বজনে।
মধু-ভাষা নিয়ে চিন্তা দেখি লুপ্তপ্রায়,
একুশেও যে উঠেছে ঐ কাঠগড়ায়।