বিচ্ছিন্ন জালিয়াতি ভেঙ্গে
আধার খেলা জাগলো বটে,
চাঁদের স্বপ্ন বিগত প্রায়
বকম বকম নেতার ঠোঁটে।
এক চিলতে রোদ্দুরেই তো
শুনশান যত দুর্নীতি হাওয়া!
এখন দেখি টিভির ছবিতে
রেশনের পিছু চলছে ধাওয়া।
চাল, গম বা সাবান যতো
পিছলে হচ্ছে নানান ক্ষোভ,
দুঃশাসনের খুঁটির জেরেই
প্রকাশ্যে ওই নোটের লোভ।
হয়তো এবার দেখব ঠিক
সহজ সুরেই গাইবে পাখি,
আধার লিঙ্কে মিলবে সাড়া
উপর তলায় ডাকাডাকি।