দাগ রেখে যেতে চাই ইতিহাসের পাতায়
মোহনলালের স্বপ্নজাল দুচোখ জুড়ে
নিঃশর্তে পক্ষপাত দুষ্ট না হয়েও
কিছু কাজ করতে চাই
শহীদ হওয়ার পরোয়া না করেও...
না হয় জন্ম নেব সেই
নাম না জানা ভাঙনধরা অজয় নদীর কূলে
শঙ্খচিলের ডানায় আঁকবো চিত্রমালা
এলোকেশীর মতই ছুটবো শরৎচন্দ্রে
কিম্বা মধুকবির সাগরদাঁড়ির আলপথে...
আবারও জন্মাতে চাই
মাতৃবুকে বাংলার আশ্রয়ে
ফুল্লরা যেখানে গাইবে বারোমাস্যা
রামি চন্ডীদাসের নৃত্যে পদাবলি
বাঁচতে চাই তাদের পাতায় পাতায়...
কবিগুরুর অরূপে স্বরূপে
শান্তি ছায়ায় কুঞ্জবনে
সেই বালিকা বধুর মনে মনে
রেখে যেতে চাই একটা ঐতিহাসিক দাগ
ঠাঁই পেলে পুনর্বার লালমাটির ডাঙ্গায়...