লালনগীতি          রীতিনীতি  
          ধার  ধারেনা,
মন ভরপুর      একতারা সুর
           আনাগোনা,
বাউল মানে   চোখের কোণে  
            অশ্রুকণা-
লুকায় দেহে,    স্বজন মোহে
          সুর খোঁজে না!