এখানে একসময় খোলা হাওয়া বইতো;
ঢেউয়ের দোলায় ছিলো  শান্তির সন্ধান
খিলখিলিয়ে হাসতো  রাশিরাশি ফুলেরা
সবুজ ঘাসও শুনতো, ঝরনা-খুশির গান
সাদামাটা চাদর মোড়া থাকতো পাহাড়।

শব্দদৈত্য সে স্তব্ধতা ভেঙে নামলো পথে
কলুষিত বাতাস দখল করলো  জীবনকে
বারুদের গন্ধ পাহাড়  ভাঙার দায় নিলো
সন্ত্রাস দখল ছড়ালো  বিষনীল  মননকে;
বোধহয় অশ্রুনদী আগাম বার্তার বাহার।

সময়ে সাবধান না হলে  পাল্টাবে জীবন;
শৃঙ্খলিত হাত জড়ো করে বাঁধ দাও যদি
এসপার ওসপার কিছু তো হবেই নিশ্চিত
তবেই ঠিক বইবে মলয়ানীল, ছুটবে নদী,
হাসবে ফুল, অশ্রুনদীতে বাঁধের জোয়ার।