টুকটুকে লাল গোলাপটা কিন্তু ফুটেছিলো
বাসন্তী বাগানের এক কোণে
নিতান্তই অযাচিত ভাবে।
যদিও সেই লাল ছুঁয়েছিলো তোমার হৃদয়
তবু ভ্রমরের আগমন ঘটেনি তেমন,
তখনও বসন্তের সুর কিছুদূরে।
সেখানে দেখিনি তেমন কবিতার জটিলতা
ঝরনা বইছিলো অঝোরে কাছাকাছি
বেশ মুক্তধারার স্রোতেই।
সেখানে দেখিনি তো একবারও কোনো
পর্বতের খাঁজ পাগলকরা,
শুধুই এক স্বপ্নমাখা বিভীষিকা।
আমার বসন্ত আঁকাবাঁকা বন্ধুর পথে
বহু গোলাপের চাষ দেখেছে
যেন কাঁটার শেষে সুগন্ধি বিস্তার।
কিন্তু অসহায় সেই অযাচিত ফুলটি
ভ্রমরের মতোই
আমারও নজর থেকে নিয়মিত দূরে।
দেখছি অনেকবার নির্য্যাস নিয়ে
সে একাই দাঁড়িয়ে রয়েছে
বিলিয়ে দিয়েছে তার লাবণ্যপ্রভা।