ভেজাল খেয়ে সুস্থ হয়ে
দিব্যি করি মজা,
না পেলে ভেজাল বিশ্রী ক্যাচাল
বেতাল মন্ত্র ভজা।
খাঁটির বাজার দারুণ সাজার
সয়না এখন দেহে,
ভেজাল সাথে ভাব বসাতে
ছুটি পরম স্নেহে।
ভেজাল তন্ত্রী কোটির মন্ত্রী
তোয়াক্কা না করে!
কেন্দ্র-রাজ্যে জোট সাহায্যে
ফুটোয় তাপ্পি ধরে।
শাস্তি পেলে হাজত গেলে
চোর-পুলিশে নিকা,
জেরক্স লোকে কয়েদে ঢোকে
'কুশপুত্তলিকা'!