নীরব ঘেরাটোপে দাঁড়িয়ে দেখি অনর্থক
পছন্দসই শব্দ নেই ছোঁয়ার মতো,
পর্দার এপারে থাকা আমিও দর্শক
কোনমতেই বাঁধনের আশা নেই ততো...

এখানে তুলসীমঞ্চে শাঁখে ফুঁ নিয়মিত
সাঁঝপ্রদীপে উজ্জ্বল জোছনার চাঁদ,
মাঘীপঞ্চমীর শব্দজাল হয় কলঙ্কিত
আবর্জনা ভর্তি কিছু কচুরিপানার ফাঁদ...

আগুন নেভে নি বলেই বোধহয়
খণ্ডযুদ্ধ চলছে টালিগঞ্জ-শেড,
পরিচালক অনুপস্থিত থে‌কে যায়
হয়তো এটাই  চিত্রকলার নতুন বেড...

অযাচিত অপেক্ষা আনে অগনিত লাশ
ওদের বাঁচা যেন বৃষ্টিমেঘের ঝরে পড়া,
বর্ণমালা সাজানোয় সজ্জা মেলেনি খাস
তাই অলীক কায়ায় বেশবাস নজরকারা...