জীবন সাজাতে লিখেই চলেছি
ভরা বসন্ত কথা,
সন্ধ্যা আকাশে যত্নে এঁকেছি
লাল সূর্যের পাতা।
একদিন যদি হাসির খোরাকে
অবশেষে ঠাঁই হয়,
দগ্ধ হৃদয়ে পোড়া অ্যাশট্রেতে
সিগ্রেটে খোঁজে ক্ষয়।
জেনো, না বলেই কবিতা তোমায়
মুক্তি তো দিয়ে যাবো,
শরবিদ্ধ সে সারস সেবাতে
আবারও একলা হবো।