ঘন এক কুয়াশার চাদর ঢাকা
প্রভাতী সূর্যের লাল,
লজ্জার অবগুন্ঠনে
নিজেকেই লুকিয়ে রাখা...
কুয়াশা ঘিরে রেখেছে বহু বঞ্চনা,
শীত হয়ে ওঠে যন্ত্রণাময়-
ছেঁড়া সোয়েটোরে
কিম্বা তালি দেওয়া শুয়ো কম্বলে...
কৃপণ রবিরশ্মি বিদ্রুপ করে,
একমুঠো রোদ্দুর
এক চিলতে বারান্দায়,
হাজির হলেও, পৌঁছুতে পারে না...
সামনে দাঁড়িয়ে থাকা-
একা বিশাল ওই অট্টালিকার ফেরে...