কৃষ্ণকলি মনের গলি
চিনত ঠিক,
দারুণ নেশা স্বপন মেশা
দিগ্বিদিক।
কবরী মূলে কদম ফুলে
রঙবাহার,
সৃষ্টি ছন্দে বিলোল গন্ধে
চমৎকার।
সুর বিছিয়ে রঙ ধরিয়ে
ভাবের ঘর,
চলতি পথে শক্ত হাতে
আপন-পর।
এরই মধ্যে কঠিন গদ্যে
জীবন তার,
কৃষ্ণকলির রঙিন তুলির
অঙ্গীকার।