পায়ের আঙুলে সেই প্রথম
আরব সাগরের কালো ভয় দেখা,
খানিকটা দূরে যেতে না যেতেই
গুরুজনদের দণ্ডী__
বোধহয় আমার কৌতূহলও
তেমন কিছু ছিলো না...
টিলা পেরিয়ে পাথর টপকে
হোটেল থেকে সী বিচ,
সামনেই দুরন্তপনা,সাগরে-মানুষে___
ভেজা চুল শুকোবার আছিলায়
ক্ষনিকের উঁকিঝুঁকি,
যার লেশমাত্র ধরা পড়েনা ধরণধারণে...
এখানে রাতের বীচ নিরাপদ নয়
(নিরাপদ কি দুপুরের সেই সানবাথও...)
আমরা অভ্যস্ত নই বলেই
হয়তো হাজারো প্রশ্ন নাড়া দিয়ে যায়,
কই, আরব্য-রজনী তো দিব্যি নির্ঘুম
চলমান তার কোভালামের গতি ঘিরে...