বাতাস মেতে ওঠে ওই
ভিজে মাটির গন্ধে,
আকাশে মাঠের কান্না
ওরা নেই আনন্দে!
ঠগবাজির অন্ধকারে
জনগণের খাতা,
প্রেমাগ্নি অঙ্গারেতে
ফেসবুকের পাতা।
আনাড়ি আজ নয় নারী
গয়নায় হবে চুপ,
জগৎ জুড়ে নতুন ঢেউ
মুক্তিকামির রূপ।
দিন বদল তো সবাই চায়
প্রতিশ্রুতির ঝড়,
নৌকা বাছা খুব কঠিন
যেথা করি নির্ভর!!!