সেই প্রথম কিশোরী পায়ে
আঙুল ভেঙে ঢেউগুলো গুনে আনা,
বালির বুকে দাগের নমুনা...

ভরদুপুরেও একা একা
সাহসের বেড়া ডিঙিয়ে ঝিনুক কুড়ানো,
বেশ কিছু অপেক্ষার সাথেই জিরোনো...

বনঝাউ ঘন ছিলো বলাই চলে
(এখন যা প্রায় বিস্মৃতির দোরগোড়ায়);
ষোলোটি বসন্ত একবার কাঁপন দোলায় ...

মেয়েলি আশ্রয়ে থাকা
খোলা চুল উড়ে উড়ে যায়,
সমুদ্র ঢেউ সন্ধ্যে পেরিয়ে বেশ অসহায়...

রাতের বীচ, এতো আন্দোলনের পরেও
রাত দখল দাবি নিয়ে এখনো আসেনি,
মেয়েবেলাও তাই আনন্দে ভাসেনি ...