জলে ডুবে  মুক্তো খুঁজে বেড়াই,
স্বর্গ নরক প্রভেদে নেই,দোহাই!
শান্তি পেলে সেটাই আমার স্বর্গ,
সেইখানে সাজাই ফুলের অর্ঘ্য।

পাঁচতারাতেও না পেলে সে স্বাদ,
পথের ধারে  তুল্য মূল্যে বরবাদ।
ঝিনুক খুঁজে কজনে মুক্তো পায়?
আশার ছলে জীবন ভাঁটায় ধায়।

নুড়ির গায়ের ভাষা কতটুকু বুঝি?
সাগরতলে কিনারা পেলেই যুঝি।
শান্তির দূত নিয়ে পারাবত ঘোরে,
বুক-গভীরে আঁকি তা স্পষ্ট করে।