টুকরো রুটির যোগানে মেলে
স্বার্থ নিয়ে হরেক বীজ বুনন,
ঘরের চুলো আঁচ ছাড়া বলে
পরের রান্নাঘরে উৎসুক মন।
ভুতের মুখে রামনাম দিনরাত
ঘরে বাইরে জোড়াতালির ফাঁক,
আবেগ নিয়ে হৃদয়-তালা কাত
নিষ্ঠুরতার চলেছেই হাঁকডাক।
বন্দীশালায় করছে মানুষ বাস
মানবতায় আইনের বেড়াজাল,
আর কতকাল চলবে নাভিশ্বাস?
নেতার কণ্ঠে শুধুই বোলচাল।