জীবন সংগ্রামে অনলস দিনগুলো
শুধু তোমার দিকেই বারবার চেয়ে থাকে...
একটু তোমার ছোঁয়া
ক্ষণিক তোমার কওয়া
ভীরু চোখের চাওয়া
দিনের পর দিন যত্নেই বাঁচিয়ে রেখেছি ...
এখনও ছায়াময় প্রতিটা শ্বাস আমার কাছে,
পাহাড়চূড়ায় রাঙা রডোডেনড্রন
কিম্বা সাগরসেঁচা ঝিনুকের মতোই,
গোপনীয়তার নথি ...
ওগুলো কেবলমাত্র আমিই চিনি,
কখনো পাই পাখিদের ডানায়,
কখনোবা পোস্টম্যানের দিয়ে যাওয়া
লালবাক্সের নীলখামে...
আজও দিনভর চলে খেলা আমার
শুধুই ওগুলোর স্পর্শ অনুভবে...