নির্জন অন্ধকারে নিশ্চিন্তে
ঘুমোচ্ছিলো দুটি কুঁড়ি;
চাঁদ এখন প্রায় অস্তাচলে,
ভোরের আলো ফোটার অপেক্ষায়...

ওরা জীবনের রঙ খুঁজে পেলো__
একজনের দাবি জল চাই
অন্যজন বাতাস পেলেই খুশী,
সব নিবেদনই ওদের প্রকৃতির কাছে...

লাবন্য বা সুরভির ভাণ্ডারে
এখন যে আগুনের ছোঁয়া,
কালোধোঁয়া তার সৃষ্টির প্রতি
কটাক্ষে বিধ্বস্ত করছে অমৃত সুধা...

তবুও আশির্বাদ সে দিলো;
অজান্তে বলেও দিলো
সুখের দিন শেষের দিকে,
এবার থেকে না হয় কষ্টকরেই থাকো...

ওরা যেন হঠাৎই চির নির্বাক;
সঙ্কুচিত পাপড়ি মেলে তবুও দোলে,
বুঝেই নিয়েছে এখন থেকে ওরাও__
সব পরিবেশেই খাপ খাওয়াতে হবে...