বুকফাটা কান্না আর হাহাকারে
এক একটা দিন কাটছে,
বিশাল কোনো পাথরের মতই তা অনড়,
আর আমায় ঘিরে আষ্টেপৃষ্ঠে।
শব্দের তরঙ্গমালা শূন্যে ক্রমাগত,
দুপুরের কাঠফাটা রোদে
পথহারা মেঘেদের সন্ধান করি-
যারা রাগ করে গেছে, দয়া কি করবে না।
সকাল হলেই ভাবতে বসি-
এখনো যেটুকু আলো আসছে,
কখন মিলিয়ে যাবে পশ্চিম দিগন্তে?
এভাবেই কালের গমনে দিনরাত।
কদম কদমে বর্ষার কদমও গন্ধে মাতায়,
তুলট মেঘের শরতে একগুচ্ছ কাশ,
বসন্তদূতের গানে গোলাপের হাতছানি,
আর চলতি পথেই মাস ঘুরে বছর!