জবাবদিহি করা যায়না
এমন কিছু কথা,
পিচ্ছিল পথের শ্যাওলা যেন...
সিমেন্টে নির্জীব
প্রখর রোদ্দুরের তাপেই এখনো,
তবুও জল পেলে...
দোদমায় আগুনের মতো
নিজগুনে জ্বলন্ত দেশলাই হয়ে,
ইচ্ছেমতোই লাশ ফেলে দেয়...
অথচ এরা ঘাতক নয়!
খুব বেশি হলে বলা চলে;
ভুলেও এদের অবজ্ঞা করো না..