কবিতার খেরোখাতা সংগেই ছিলো,
তবুও ঘুরে বেড়াই, এ ঘর - ও ঘর!
কলমের কোনো আঁচড়ই পড়ে নি ওখানে...
লুকোচুরির খেলাঘরটা নেহাতই তালাবন্ধ।
তাও বেশ কিছু বন্ধু জুটে গেলো সময় মেপে,
এরা সব দিয়ে গেছে নানান কথার প্রতিশ্রুতি…
বলতে কি পারো এমন যতো ঘোর বর্ষায় -
আচমকা কেন ইচ্ছে হয় পাখির মতো ভিজি!
কেউ জানে না,আমিও নই বিশেষজ্ঞের দলে…
ফালতু প্রতিশ্রুতিগুলোকে জুড়ে দিই কিছুটা,
এলোমেলো দাগ কাটি মুখে পরা মুখোশেতে,
কবিতারা দেখি পাল তুলে ভীড় করে আসে…