একদিন অপরূপা জাগ্রত  ভূখণ্ড ছেড়ে
যেতে হবে বিন্দুুমাত্র মায়া না বাড়িয়ে,
ঝুঁকে আছে অনন্ত ওই মায়াবী আকাশ
সে পথেই পাড়ি দেব সীমানা ছাড়িয়ে।

ঘাত-প্রতিঘাতে ভরা কল্প জীবনযুদ্ধে
পরাজিত সৈনিকও এ ঘাসের আশ্রয়ে,
অজুহাতে গড়া দিনলিপি বিচারসভায়
অন্তিমে চলমান হই ধোঁয়ার বিপর্যয়ে।

কেউ কেউ বলে বুঝি ফের জন্মান্তরে
আসব ঠিক শিশির ঢাকা বনানী ছায়,
সে বিশ্বাসে তবুও সাড়া দেয় না মন
শুধু কর্মজগতে নিশ্চিন্তে বাঁচতে চায়।