আবহাওয়া চালাচ্ছে তার
প্রতিবাদের ধারা,
তারই মধ্যে সতত রই
কর্মে মাতোয়ারা।

জীবন মানেই ধুঁকতে ধুঁকতে
এক‌টি সাগর পার,
পাপ যা ছিলো কৃতকর্মে
শোধরানো দরকার।

তাই তো বন্ধু নির্বিবাদে
বিধির বিধান মানো,
পারো যদি ভবিষ্যতে
একটু লাগাম টানো।

নইলে আরও তীব্র আঘাত
আসবে ভূমণ্ডলে,
কর্মফলের বিচার শালে
ন্যায্য ধারাই চলে।