হাসপাতালের বেডের সাথে ক্রমশ
পরিচয় বাড়তে বাড়তে,
বাড়ছিলো অভিজ্ঞতাও বেশ দ্রুত লয়ে;
ইচ্ছে ছিলো মনের মতো করে
সাজাবো আমার নতুন পুতুলখেলা,
চেষ্টাও চালিয়েছি অবিরত...
একটি জগৎ খুঁজে নিয়েছিলাম
সাথে পেয়েছি অনেক বেড দখলদারদের,
কিন্তু মন্দ হাওয়া বরাবরই বদবুঁ বয়ে আনে!
সাধ্যমতো চালিয়ে গেছি প্রতিবাদ
বাড়িয়েছি চিল শকুনের নজর ক্রমাগত,
ওদের চোখে একসময় হয়ে গেলাম টার্গেট...
বেশকিছুটা মানতে হয়েছে পরিস্থিতির চাপে,
তবুও ভরসা ছিলো বেডের মানুষদের আশির্বাদ!
সময়ে কখনো তুঙ্গে উঠতো বাক্যালাপ;
কিছু কিছু জেনে যার শঙ্কিত হতো পরিজন,
কিন্তু বিশ্বাস করো ভাবিনি একবারও
সাদাবেডে মিলবে ভাবী প্রজন্মের কর্মের ইন্ধন...