হারিয়ে যাওয়া চাবিটা খুঁজে পেলে
বন্ধ থাকা তালাকে মুক্তি দিয়ো,
মাকড়সার জালিকাটা ভেঙে ঠিক
বারান্দার তাপে, এ দেহ ভিজিয়ো।
জ্বর বেড়েছে- নতুন কথা তো নয়?
ব্যস্ত হয়োনা, ওষুধ চাইনা কোনো,
একবার ওই গেট খুলে চলে এসো,
পেশী বলিষ্ঠ হাত প্রয়োজন জেনো।
ভুল করে ভাবি, হয়তোবা কিছুক্ষণ
জলপট্টির শুকনো ভাবটা দেখো!
শেষ হয়ে যাওয়া প্রতিশ্রুতি হাসে
ভালোবাসা! হাতটা কাঁধেই রেখো।