ওপরতলার থেকে পেলে
একটুকু সুড়সুড়ি,
আমরা বসে নীচের তলায়
বাকবিতণ্ডা করি!

ওরা কিন্তু হলায় গলায়
এক টেবিলে খায়,
উলুখাগড়া মরমরিয়ে
জখম হয়ে যায়।

শ্রেণীর ভাগে মালিক শ্রমিক
ওরা ভালোই জানে,
শ্রমিক ঘাড়ে বোঝা রেখে
মালিকই রথ টানে।

চাকা ঘোরা খুব দরকার
আগুনটা কে জ্বালবে?
জবরদস্ত কাণ্ডারি চাই
যার হুকুমত মানবে।