নিদ হারা মানুষগুলো রাতভর
শব্দ খোদাই করে,
মেঘ ফুঁড়ে বেড়িয়ে আসা চাঁদের
সুনির্দিষ্ট কোন জুজু থাকে না
সেও ঘটনা পেরিয়ে চলতে জানে...

রাত পাহারায় থাকা গাছেদের
চারদিকে উড়ে চলা বিক্ষিপ্ত জোনাকিও
ভয় কাকে বলে, জানেই না,
সে শুধু জানে আলোদানের হিতকল্প
তা সে যতই কম হোক না কেন...

অথচ হাওয়ার তাণ্ডবে
ভয়ে শিহরিত হলুদ পাতাগুলো
ইদানিং যেভাবে আস্ফালন করছে,
তাকেও তুচ্ছ করা চলে না,
'বিন্দু বিন্দু জলকনা গড়ে তোলে সাগর অতল...'