ফাঁকফোকরে জন্মে ঘোরে জীবনভোর,
সুদিন আশা মুখের ভাষা কল্পলোক!
নদীর চরে মাতাল ঝড়ে ঘনায় ঘোর,
ফাঁকফোকরে জন্মে ঘোরে জীবনভোর।
সমাজ তারে রাখলো দূরে বন্ধ দোর,
মুষ্টিমেয় অপাংক্তেয় ভুলবে শোক।
ফাঁকফোকরে জন্মে ঘোরে জীবনভোর,
সুদিন আশা মুখের ভাষা কল্পলোক।