কাল সারাদিন নীলখামের দেখা মেলেনি,
ঝিলের ধারেও সাদাবকগুলোর
শিকার করা হয়ে ওঠেনি,
আমি কিন্তু ব্যস্ত ছিলাম দিনভর
রডোড্রেনডনের রঙ নিয়ে...
সাদামেঘেরা কেমন করে কায়দা করে
সঙ্গীহীন করলো পাখিদের,
ভাববার অবকাশও ছিলো না আমার!
যেমন ভেবে দেখিনি এক ঠ্যাং ভরসা
উপবাসী বকটির জন্যেও...
এখন ডাকপিয়োনেরা আর অনুগ্রহ
কিম্বা ভালবাসা ঘিরে নির্বাক চিত্র আঁকেনা,
ওদের দায় দায়িত্ব লাঘব হয়েছে!
আমিও ব্যালকনিতে বসে বসেই দৈনন্দিন
রঙের খেলা বন্ধ করে দিলাম...
কেবলই ভাবছি 'কাবুলিওয়ালার মিনি'কে কিংবা ডাকঘরের 'অমল-দইওয়ালা',
আমি কি তবে আবারও দূর হতে ভাসা
মেঘের উড়োচিঠি পাবো?
কিম্বা বকধার্মিক পাবে খাবারের সন্ধান!