জমাটবাঁধা অন্ধকারে ডুবছে - সময়;
সভ্যতাও মুখ ফিরিয়েছে দোটানায়।
আচমকা হিংস্রতা কখনো কখনো
মানবতার প্রতি বিদ্রুপে জিয়োনো,
দমকা হাওয়ার মতোই যেন ভবিষ্যৎ
পাল তুলে ভুলিয়ে দিচ্ছে গতিপথ...
চুপথাকা জলে, কবিতার শব্দাবলী!
বোধহয় সাম্রাজ্যও যাচ্ছে জলাঞ্জলি,
শুধু ধুলো কিম্বা কাদামাটি, পরিপাটি;
বিপন্ন শস্য ক্ষেতেই করছে হাঁটাহাঁটি,
এটাই কি তবে চরম কোন দুঃসময়?
নসিবে কালঘাম অজান্তে জমা হয়।