পুড়িয়ে নিখাদ করো
কলমও তাই বলে,
জীবনের স্বাদ ধরো
পিঞ্জিরার তলে।
ইচ্ছেমতো রোদ মেখে
চোখে আনো চোখটা,
কবিতার গল্প এঁকে
রাঙিয়ে যাবে সুখটা।
লিখনীর কাব্যে জীবন
যখন খুঁজে পাইরে,
বেলাশেষের গানে মন
যায় বৃত্তের বাইরে।
যেতে যেতে মাঝ পথে
ফসকায় সে ভাবনা,
কালের উপল রোজ রাতে
ধরা দেওয়াই সব না।