ঝুঁকি নিয়ে চলার নামই জীবন।
ট্রাফিকের মতোই একদিন
দাঁড়িয়ে যেতে হবে,
পাপ পূণ্যের মধ্যে থেকেই
জীবনটাকে গড়ব বলে...
সেই যেখানে প্রতিটা গলিতেই
জমাট বাঁধা ধুলো
ঠিক সেখানেই শব্দগুলোকে ছড়িয়ে দাও,
ভাগ্যের পরিহাসে দেখি
জেনেশুনে বিষপানই প্রেমের শেষ অবস্থান...
কেবল বুঝতে পারি না
সময় থাকতে কেন
আরও একটু ভালবাসা দিতে পারিনি...