হাওয়া দারুণ বেহিসেবি
খুঁজতে গেলে করছে দাবি,
এতো খুশী কোথায় পেলি
আনন্দে সব ভুলেই গেলি?
এক ভুবনের গুপ্ত সিঁড়ি
পাহাড় সাগর দিচ্ছে পাড়ি!
শিস্ মেরে কয় ছোট্ট পাখি,
গপ্পো ভেবে শুনছো নাকি?
রাতদুপুরে কিংবা রোদে
ছন্নছাড়া নাছোড় কাঁদে,
রাতদিন সে বৃষ্টি খোঁজে
রামধনু রং মেশায় বুঝে।
দুষ্টু মেয়ে কেশের ভাঁজে
মেঘের শব্দ আস্তে খুঁজে-
পালিয়ে যায় হাল্কা হয়ে,
খোলা চুল দেয় বিছিয়ে।
তারপর সে হারিয়ে যায়,
বাদলা মেঘ আদুল গায়...
উড়িয়ে ধ্বজা ছুট্টে এলে
কালবোশেখি ছন্দ মেলে।