মহামানবের নির্দেশিত পথেই একদিন
আলোকিত  মনে করে  পাথর ভেঙেছি,
গ্রীষ্মের খরতাপে  দরজায়  কড়া নেড়ে
উদাস সংগীতে মনোবল তৈরী করেছি।

একাধিক কুঁড়ি দিয়ে  বিশুদ্ধ মালাতেই
বাঁধতে চেয়েছিলাম জীবনের রঙ্গশালা,
ভেবেছিলাম অনেকটা কাজ এগিয়েছে
বুঝিনি তখন কলঙ্ক চাঁদেরই বৃত্তমালা।

আজ স্তুপাকার ছন্নছাড়া  পাথরে দেখি
কখন যেন বন্দীবলয় হাতকড়ার ভ্রমে,
নিরপেক্ষ বোধ, বিশ্বাসে আঘাত করে
পায়ে বেড়ি বেঁধে দেয় অবলীলাক্রমে।