ঘন রাতের হাতছানিতে
চুপকথা কখনও রূপকথা হতে চায়,
মনের গভীরে শব্দের শিলান্যাস চলে
আধোঘুমে চোখ জুড়ে আসে
স্বপ্নজাল কথা কয় না...
একসময় রাতপাখি ডানা ঝাপটায়
কামিনীর আতর গাছ বেয়ে ঘরে,
রাতের ঠান্ডা বাড়ে চাদর টেনে
বাতাসের ফিসফাসে চোখের দর্পণ!
তবুও কলমের ঘুম ভাঙে না...
এভাবেই কেটে যায় অন্তহীন রাত,
চিরন্তনী কথা শুনিয়ে বাউলিয়া গানে
ভালবাসা ভাসে কানুপ্রেমের কথায়,
আনন্দ দুঃখের দুটি হাত ধরেই চলে
হাওয়ায় কত দাপাদাপি! আঁচড় কাটে না...