নিজেকে কি কখনো ভেবে দেখেছো
স্রষ্টার হরেক উৎপাদনের একটা একক?
কিছু দূরে পড়ে থাকা ওই
ফলটির সাথে তোমার তফাত কতটুকু?
তুমিও ফলনের জন্যেই এখনো এখানে।
নিজেকে নিজের মতো করে সাজানো
তোমার পক্ষে সম্ভব নয়,
কখনো ভাবোনি এই বসুন্ধরাও-
একদিন চলে যাবে বটেই তার নতুন কক্ষে
অথবা ধূসর হয়ে হবে নেভা কোনো দ্বীপ।
দুঃখ নিও না কিছু সামান্য ও মনে
এসেছো যাবে বলেই কালসমুদ্র পারে,
যাকে তুমি চিরন্তন ভেবে
খুশির ফোয়ারা ছুটিয়ে দিচ্ছো যাবার পথে ;
জেনো, সকলেই ভ্রাম্যমান স্বীয় পরিবেষ্টনিতে।