সুয্যিমামা লালচে জামা
দিচ্ছে তপ্ত হাওয়া,
গ্রহের ফেরে যাচ্ছি ঘুরে
বন্ধ বাইরে যাওয়া।
রাত্রে যারা নিদ্রাহারা
গরম মাঠে দিন,
হালটি ঘষে লাঙল চষে
তবুও বৃষ্টিহীন।
তাদের কথা ব্যাঙের মাথা
কেই বা কখন ভাবে,
এসির ঘরে তার খবরে
আনন্দ মাটী হবে।
মামার দৃষ্টি সকল সৃষ্টি
সবটাই ছাড়িয়ে,
সবার দুঃখে সবার সুখে
রয় হাত বাড়িয়ে।
দারুণ তাপে তাইতো মেপে
ওরা কাহিল হলে,
সময়মতো অবিরত
বৃষ্টি দেবে ঢেলে।