চলার পথ অনেকটাই বাকি
সময় থাকতে মাটি মেপে চলো,
মাটি মেপে চলাই দরকার!
তুমি তো মেঘনাদ নও
আড়ালে থেকে লড়াইও
তোমার জন্যে নয়...
এতে ভাবনার মতো
এমন কিছুই নেই,
তুমি তো নিজেই দেখেছ
পায়ের অভাবে
ওই গাড়িতে বসা ছেলেটা,
কেমন করে ফুটো থালায় সংসার আঁকে...
জমিতে পা রেখেই নয় জমিদার হও!
অজান্তেই বলি
মাটি না ছুঁয়ে জমিদারী আমার পছন্দ নয়,
যেন প্রাণছাড়া দেহ!
শেষবারের মতো চলনবলনে অনুরোধ রইলো
মাটির ছাপ নিয়েই চলো হে একবার...