দেখেছো কি গাছের গোড়ায় পড়ে আছে
অজস্র ঝরাপাতা --- হলদে --- বিমর্ষ...
অবশ্য এখন তোমার সময় অনেক কম ;
আমি বলবো
ওদের জন্যে নাইবা এতো ভাবলে...
চেয়ে দেখো মগডালে
আসছে নতুন কচিপাতা
ওরা জানে
কেমনভাবে শিকড় বেয়ে বেয়ে কষ্টেসৃষ্টে
অন্ততপক্ষে নিজের মতো বাঁচা যায়...
বাঁচার লড়াই নিয়ে এই নতুন তথ্য
না হয় ওদের কাছেই শিখে নাও
এটাকে অমোঘ সত্যি বলে জেনো
সবুজের বুকের পাটা কম নয়
নিজের সুখ খুঁজতে বা সামগ্রিকভাবে...