আঁধার রাতে যেতে যেতে দীপ নিভে গেলে,
আর না ফিরে ধীরে ধীরে চলবে বাকি পথ!
বৃথাই ভাবা ডাঙা ডোবা কোন পথে মেলে,
আঁধার রাতে যেতে যেতে দীপ নিভে গেলে!
বন্ধ দোরে আঘাত করে লাভ নেই সুর তুলে,
মেনেই নিয়ে নতুন ভুয়ে ছাড়লে মলিন রথ,
আঁধার রাতে যেতে যেতে দীপ নিভে গেলে,
আর না ফিরে ধীরে ধীরে চলবে বাকি পথ!