অনেক স্বপ্ন জলে গেলেও
স্বপ্ন কিন্তু জলে যায় না,
তাইতো সে বেশ চকচকে ও রঙিনও
বেশি না হলেও অন্তত সাদাকালো;
যেখানে জল কেবল জলেই...
অজানা পথে হাঁটতে গিয়ে দেখেছি
সারিবদ্ধ সব কুলি মজুরের দল,
শুধুমাত্র বাঁচার স্বপ্নে বুকভরা,
ওরা চোখের জল বোঝেনা;
চেনে ঘামের জল, যা হলো রক্ত লোনা...
স্বপ্নের রঙিন ছবিগুলো
একসময় শুধু জলরঙের ছিলো না,
তাই এখনও স্বপ্ন দেখলে আঁতকে উঠি,
চট্ করে ঘুম ভাঙতে না চাইলেও
উঠে পড়তেই হয়, সামনেই শৈল্পিক তুলি...