বিষয় : উৎসব

এক) বইমেলা

বইমেলায়
এখন পিঠে পুলি
দোকান ভরা!
সুযোগবুঝে খালি
একটুখানি ঘোরা।

দুই) পোষ-পাবন

পোষ-পাবনে
গঙ্গাধারে ভীষণ
ঠাণ্ডা হাওয়া।
তা থাক! তবু স্নান,
কিছু পূণ্য পাওয়া।