এক) অনিশ্চয়তা

ডুব দেবার পালা,
হাঁটতে পথ সংগোপনে
গেঁথে ফুলমালা,
লাল তারা গুনে গুনে
মেটাবো মনের জ্বালা।

দুই) একান্ত গোপন

ভালোবাসার ফল,
বৃষ্টিতে ভিজে ভিজে
লুকাই অশ্রুজল,
প্রেমাঙ্কুর দিতে নিজে
রাখি নাতো কোনো ছল।

৫/৭/৫/৭/৭ মাত্রায়