একান্ত অনুভূতিগুলো তড়িঘড়ি জাগে
কোন এক পিঞ্জরে মোচড় যেন লাগে
আনকোরা বহু ছলাৎ ছলাৎ অনুরণনে
ফুলদানির সুগন্ধি তৃষারা দূরত্ব হননে
সেই তো শুরু জালিকার প্রথম পর্যায়...
বেশকিছুই অজানা নিস্পৃহ পাথর সরিয়ে
পাখিদের পাঠশালে দুজন কুজন ভরিয়ে
স্মৃতির একাধিক প্রয়োজন মেটাতে চাই
কখন বুঝি যেন দিনরাতে এক হয়ে যাই
তরঙ্গায়িত দোলা পার খুঁজে মরে যন্ত্রণায়...
ছন্দদোলা মন্দকপালে আলো জ্বেলে দেয়
শাঁখ বাজে, উলুধ্বনিও শুনি যজ্ঞশালায়...