মাছরাঙাটা উড়ে গেল সকাল সকাল
আমারই ক্ষেতের আল বরাবর,
শ্যমা রে, আখের গুড়টা ঘাটিতে গুলে দে!
পান্তাভাতটা মরিচ দে পুঁটলি বেঁধে রাখ,
শলাই আর বিড়ি দিতে ভুলিস না যেন...

এই তো রওনা দে একটু জিরিয়ে নেব
মহুয়া গাছের ছায়ায়,
দীঘির পারে ঢেলে নামুক বর্ষা!
ঘাসেরা বাড়ুক তরতরিয়ে,
শালুক ফুলে চলুক গাঙশালিকের মেলা...

আজকের এইদিনে বলদের হালটানায়
অনেক বেশী চাঙ্গা হবে কপাল,
শ্যমা রে, দেখলি তো সকাল সকাল
মাছরাঙা গেল উড়ে আল বরাবর,
রেখে গেলো জীবনেরই গপ্পো একখান...